বাংলাদেশী নাগরিকের মৃতদেহ প্রত্যাবাসন।
বাংলাদেশী নাগরিকের মৃতদেহ প্রত্যাবর্তনের জন্য নিম্নলিখিত নথিসমূহ প্রয়োজন:
- মৃত ব্যক্তির পাসপোর্ট এবং ভিসার কপি।
- একটি ইংরেজি অনুবাদ কপি সহ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃক প্রদত্ত মৃত্যু শংসাপত্রের ফটোকপি।
- একটি ইংরেজি অনুবাদ কপি সহ সংশ্লিষ্ট জেলা অফিস কর্তৃক প্রদত্ত মৃত্যু শংসাপত্রের ফটোকপি।
- মৃতদেহ গ্রহণকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- বাংলাদেশে মৃতদেহ প্রত্যাবাসনের জন্য মৃতব্যাক্তির নিকট আত্নীয় (স্ত্রী অথবা সন্তান) দ্বারা একটি যথাযথভাবে পূরণকৃত আবেদন। ( click here for the form)